ব্যংক কলোনী, পাকিজার বিপরীতে, এমপি,র ঢাল , সাভার ঢাকা।
  • 1
  • 2
  • 3
  • 44

সদস্য লগইন

শেয়ার পয়েন্ট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ

সদস্য ভর্তির নিয়মাবলী

শেয়ার পয়েন্ট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড যেকোন প্রকল্পে ভর্তি হতে হলে সদস‍্যকে প্রাপ্তবয়স্ক হতে হবে। ১৮ বছরের নিচে কোন সদস্য ভর্তি হতে চাইলে অভিভাবকের অনুমতি ক্রমে ভর্তি হতে পারবে।

 

ভর্তির জন্য যা যা প্রয়োজন:-

  • NID কার্ডের ফটোকপি (২টি)।

  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩টি)।

  • নমিনির NID অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি (২টি) ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২টি)।

  • সচল মোবাইল নাম্বার থাকতে হবে,যে নম্বরে সদস্যের প্রতিটি লেনদেনের মেসেজ যাবে।

  • যেকোনো প্রকল্পে সদস্য ভর্তি ফি ৫০/- টাকা (অফেরতযোগ‍্য)। 

 

সাধারণ সঞ্চয়(দৈনিক)নিয়মাবলী

  • সদস্য / সদস্যা " শেয়ার পয়েন্ট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড " সদস্য পদ গ্রহণ করার পর ১০০ টাকা মূল্যের ১ টি শেয়ার সঞ্চয় ক্রয় করবেন। এরপর সদস্য তার চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকল্পে সঞ্চয় জমা করতে পারবেন।

  • সদস্য তার প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ জমা সমিতিতে জমা করতে পারবেন। সর্বনিম্ন ২০ টাকা পযর্ন্ত দৈনিক জমা করতে পারবেন।

  • দৈনিক সদস্য/সদস্যার কমপক্ষে এক বছর নিয়মিত সঞ্চয়ে ২০% হারে ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রতি অর্থবছরের ৩০ জুন মুনাফা প্রদান করা হবে।

  • কোন সদস্য এক বছরের আগে তার সদস্যপদ প্রত্যাহার করলে তিনি কোন ধরনের মুনাফা পাবেন না অথবা মুনাফার জন্য দাবি করতে পারবেন না।

  • সদস্য/সদস্যা যদি সমিতিতে সদস্য থাকাকালীন মৃত্যু বরণ করেন তাহলে কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে তার সঠিক নমিনির হাতে তার সঞ্চিত টাকা ফেরত দিবেন।

  • যদি কোন সঞ্চয়ী সদস্য তার সদস্যপদ বাতিল করতে চান তাহলে অনলাইন একাউন্ট মেনটেনেন্স বাবদ ১০০/- টাকা কর্তন করা হবে।

  • কোন সঞ্চয়ী সদস্যের টাকা উত্তোলনের প্রয়োজন হলে সঞ্চয়ী হিসাবে ২০০/- টাকা জমা রেখে তার চাহিদাকৃত সমস্ত টাকা উত্তোলন করতে পারবেন।

 

বিশেষ দ্রষ্টব্য

  • সঞ্চয়ী সদস্য শেয়ার পয়েন্ট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডর সকল নিয়ম কানুন মানতে বাধ্য থাকবেন।

  • সমিতির নিয়মকানুনে অসংগতি মনে হলে কর্তৃপক্ষে অবহিত করবেন। অথবা আপনার অভিযোগ E-mail করতে পারেন।

 


মাসিক জমা(DPS)

সমিতির সকল সদস্য মাসিক সঞ্চয়(DPS)প্রকল্পের যেকোনো স্কিমে তাদের হিসাব খুলতে পারবেন। আমাদের মাসিক জমা(DPS) স্কিম  বিভিন্ন মেয়াদে রয়েছে।

                    ১ বছর মেয়াদী

মাসিক জমার পরিমাণ 

মোট জমা টাকা

মুনাফাসহ প্রাপ্তি

      (২০%)

৫০০ টাকা

৬০০০ টাকা

৭২০০ টাকা

০০০ টাকা

১২০০০ টাকা

১৪৪০০টাকা

০০০ টাকা

২৪০০০ টাকা

২৮৮০০ টাকা

০০০ টাকা

৩৬০০০ টাকা

৪৩২০০ টাকা

৪০০০ টাকা

৪৮০০০ টাকা

৬৪৮০০টাকা

০০০ টাকা

৬০০০০ টাকা

৭২০০০টাকা

 

                     ২ বছর মেয়াদী

মাসিক জমার পরিমাণ 

মোট জমা (২৪ মাস)

মুনাফা সহ প্রাপ্তি ২৫%

৫০০ টাকা

১২০০০ টাকা

১৫০০০ টাকা 

০০০ টাকা

২৪০০০ টাকা 

৩০০০০ টাকা 

০০০ টাকা

৪৮০০০ টাকা 

৬০০০০ টাকা 

০০০ টাকা

৭২০০০ টাকা 

৯০০০০ টাকা 

৪০০০ টাকা

৯৬০০০ টাকা 

১২০০০০ টাকা 

০০০ টাকা

১২০০০০ টাকা 

১৫০০০০ টাকা 

 

                           ৩ বছর মেয়াদী

মাসিক জমার পরিমাণ 

মোট জমা(৩৬ মাস)

মুনাফা সহ প্রাপ্তি ৩০%

৫০০ টাকা

১৮০০০ টাকা 

২৩৪০০টাকা 

০০০ টাকা

৩৬০০০ টাকা 

৪৫০০০টাকা 

০০০ টাকা

৭২০০০ টাকা 

৯৩৬০০ টাকা 

০০০ টাকা

১০৮০০০ টাকা 

১৪০৪০০ টাকা 

৪০০০ টাকা

১৪৪০০০ টাকা 

১৮৭২০০টাকা 

০০০ টাকা

১৮০০০০ টাকা 

২৩৪০০০টাকা 

 

বিশেষ দ্রষ্টব্য

  • মাসিক জমা( DPS) মেয়াদকাল সময়ের আগে ক্লোজ করতে চাইলে "শেয়ার পয়েন্ট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড' কর্তৃপক্ষকে ৩ মাস আগে অবহিত করতে হবে।

  • মেয়াদের আগে  DPS ক্লোজ করলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সদস্যকে মুনাফা প্রদান করা হবে।

  • DPS হিসাব খোলার জন্য ১০০/- টাকা  ফি দিতে হবে (অফেরৎযোগ্য)

  • DPS চলাকালীন DPS হিসাব থেকে  সদস্য টাকা উত্তোলন করতে পারবেন না। তবে DPS এর জমানো টাকার ৮০ শতাংশ পযর্ন্ত  ঋণ আকারে গ্রহণ করতে পারবেন।(শর্ত প্রযোজ্য)

  • মাসিক জমা(DPS) প্রতিমাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে জমা দিতে হবে এবং চলিত মাসের জমা চলিত মাসে দিতে হবে, সদস্য চাইলে অগ্রিম মাসের টাকা বা সম্পন্ন  স্কিমের টাকা একসাথে জমা দিতে পারবেন।

সমিতির কর্তৃপক্ষ সব সময় স্কীমে উল্লেখিত মুনাফা প্রদানের হার পরিবর্তনের ক্ষমতা রাখেন।

 

আমানত বিনিয়োগ(এফডিআর) প্রকল্প

আপনার কষ্টে উপার্জিত টাকা অলস ভাবে ফেলে না রেখে "শেয়ার পয়েন্ট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড" বিনিয়োগ করতে পারেন!আমাদের বিভিন্ন বিনিয়োগের স্কিম রয়েছে  যেগুলোতে বিনিয়োগ করে আপনি মাসিক অথবা বাৎসরিক মুনাফা লাভ করতে পারেন। স্কিম গুলো নিম্নে টেবিলে উল্লেখ করা হলোঃ-

FDR সংক্রান্ত তথ্যাবলী

                      ১ বছর মেয়াদী

টাকার পরিমাণ

মাসিক মুনাফা

বাৎসরিক মুনাফা

৫০ হাজার

৮০০ টাকা

৮৪০০ টাকা

১ লাখ

১৬০০ টাকা

১৯২০০ টাকা

২ লাখ

৩২০০ টাকা

৩৮৪০০ টাকা

৩ লাখ

৪৮০০ টাকা

৫৭৬০০ টাকা

৪ লাখ

৬৪০০ টাকা

৭৬৮০০ টাকা

৫ লাখ

৮০০০ টাকা

৯৬০০০ টাকা

 

                     ৩ বছর মেয়াদী

টাকার পরিমাণ

মাসিক মুনাফা

বাৎসরিক মুনাফা

৫০হাজার

১০০০ টাকা

৩৬০০০ টাকা

১ লাখ

২০০০ টাকা

৭২০০০ টাকা

২ লাখ

৪০০০ টাকা

 ১৪৪০০০ টাকা

৩ লাখ

৬০০০ টাকা

২১৬০০০ টাকা

৪ লাখ

৮০০০ টাকা

২৮৮০০০ টাকা

৫ লাখ

১০০০০ টাকা

৩৬০০০০ টাকা

 

বিশেষ দ্রষ্টব্য

  • ১ বছর মেয়াদী FDR ক্লোজ করতে চাইলে উক্ত সদস্য ৩ মাস আগে "শেয়ার পয়েন্ট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড" কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

  • FDR আমানত থেকে টাকা উত্তোলন করতে পারবেন না।

  • FDR এর মুনাফা প্রতিমাসের ১ থেকে ১০ তারিখ প্রদান করা হবে।

  • সদস্য FDR বিনিয়োগের জন্য ইচ্ছে পোষণ করলে সদস্য এবং সমিতির সাথে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি পত্র সাক্ষরির হবে। উক্তি চুক্তি নামায় বিস্তারিত সব লিপিবদ্ধ থাকবে। 

  • উল্লেখ্য, ৩ বছর মেয়াদী FDR স্কীম মেয়াদ পূর্তির আগে ক্লোজ করা যাবে না কিন্তু সদস্য চাইলে তাহার  আত্মীয়-স্বজন/ বন্ধু- বান্ধবদের কাছে সদস্যের নাম পরিবর্তন করে FDR হস্তান্তর করতে পারবেন। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী করতে হবে।

  • সদস্য অতি জরুরী প্রয়োজনে তার বিনিয়োগকৃত মূলধনের সর্বোচ্চ  ৮০% পযর্ন্ত অর্থ ঋণের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। সেই ক্ষেত্রে সমিতির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। 

সমিতির কর্তৃপক্ষ সব সময় স্কীমে উল্লেখিত মুনাফা প্রদানের হার পরিবর্তনের ক্ষমতা রাখেন।

 

    স্টুডেন্ট একাউন্ট 

 

 

প্রিয় ছাত্র/ছাত্রী বৃন্দ শেয়ার পয়েন্ট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড তোমাদের জন্য স্টুডেন্ট একাউন্ট হিসাব খোলার ব্যবস্থা করে দিয়েছে। তোমাদের বয়স যদি ১৮ না হয় তাহলে তোমরা তোমাদের পিতা/মাতার আদেশ এবং অনুমতিক্রমে আমাদের সমিতিতে সদস্য হতে পারবে। তোমাদের জন্য মেধা ভিত্তিক বৃত্তির সু-ব্যবস্থা রয়েছে। এছাড়া তোমাদের জন্য আরো সুযোগ সুবিধা রয়েছে। 

 

স্বাস্থ্য সঞ্চয় প্রকল্প 

আমরা যেহেতু মানুষ আমাদের অসুখ-বিসুখ রোগবালাই হবেই। আমরা কখনো আমাদের স্বাস্থ্যের জন্য টাকা সঞ্চয় করি না! “শেয়ার পয়েন্ট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড" আপনাদের জন্য নিয়ে এসেছে 'স্বাস্থ্য সঞ্চয় প্রকল্প' এ প্রকল্পে আপনি সদস্য হয়ে আপনার স্বাস্থ্যের জন্য দৈনিক/সাপ্তাহিক/মাসিক ভিত্তিতে টাকা সঞ্চয় করতে পারেন। আল্লাহ না করুক আপনার বড় ধরনের শারীরিক সমস্যা হলে এই সঞ্চিত টাকা বিপদের সময় আপনার বন্ধু হয়ে পাশে দাঁড়াবে। আমাদের স্কিম গুলো নিম্নে দেওয়া হলঃ-"স্বাস্থ্য সকল সুখের মূল" 

                       ২ বছর মেয়াদী 

মাসিক জমার পরিমাণ 

মোট জমা (২৪ মাস)

মুনাফাসহ প্রাপ্তি(১০%)

২০০ টাকা 

৪৮০০ টাকা 

৫২৮০ টাকা

৪০০ টাকা 

৯৬০০ টাকা

১০৫৬০ টাকা

৬০০ টাকা 

১৪৪০০ টাকা

১৫৮৪০ টাকা

৮০০ টাকা 

১৯২০০ টাকা

২১১২০ টাকা

১০০০ টাকা 

২৪০০০ টাকা

২৬৪০০ টাকা

 

বিশেষ দ্রষ্টব্য

▪ মেয়াদের আগে 'স্বাস্থ্য সঞ্চয়' জমা ক্লোজ করতে চাইলে ৭ দিন আগে "শেয়ার পয়েন্ট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড" কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

▪ সদস্য যদি হাসপাতালে ভর্তি থাকেন সেই ক্ষেত্রে সময় শিথিলযোগ্য। 

▪ সদস্য চুক্তির মেয়াদের আগে টাকা উত্তোলন করতে পারবেন না। তবে সদস্য যদি হাসপাতালে ভর্তি থাকেন সেই ক্ষেত্রে "শেয়ার পয়েন্ট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড" কর্তৃপক্ষ বিবেচনা করে সদস্যের চাহিদাকৃত টাকা উত্তোলন দিতে বাধিত থাকিবেন।